একজন প্রযুক্তি প্রেমী, ওয়েব ডেভেলপার এবং ইউপি সেবা সহায়ক
আমি সাব্বির সরদার, একজন প্রযুক্তিপ্রেমী এবং সমাজসেবক। আমি পেশাদারভাবে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং লোকাল ই-সেবা (ইটিন, জন্মনিবন্ধন, ইউনিয়ন পরিষদ সম্পর্কিত সেবা) নিয়ে কাজ করি। আমার লক্ষ্য হলো প্রযুক্তিকে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেয়া। আমি সবসময় চেষ্টা করি সহজ, কার্যকর এবং ইউজার ফ্রেন্ডলি সিস্টেম তৈরি করতে যাতে মানুষের কাজ সহজ হয়।